অনলাইনে পুরাতন ভোটার কার্ড কে ডিজিটাল ভোটার কার্ডে পরিবর্তন করার জন্য কিভাবে আবেদন করবেন।



https://www.nvsp.in/ 

সুপ্রিয় ভিউয়ার্স। কেমন আছেন? আশা করছি ভালই আছেন।আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো  আপনারা কিভাবে আপনাদের পুরাতন ভোটার কার্ড ডিজিটাল ভোটার কার্ডের রূপান্তরিত করবেন সেই সম্বন্ধে?  আপনারা এটাও লক্ষ্য করছেন যে যারা ২০২০ সালের নতুন ভোটার কার্ডের জন্যে এপ্লাই করেছিল তাদের ডিজিটাল ভোটার কার্ড দেওয়া হচ্ছে তো এই ভোটার কার্ড গুলো আপনার এলাকার বি এল আপনাদের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছে ।আপনারা জানেন পশ্চিমবঙ্গে ভোটার কার্ডের ডিজিটাল ভোটার কার্ডের কাজ শুরু হয়ে গেছে। যে সমস্ত ব্যক্তিদের এখনো আগেকার ভোটার কার্ড মানে ওল্ড ভোটার কার্ড আছে তারা ভাবছেন আমরা কিভাবে ডিজিটাল ভোটার কার্ড পাব। যদি আপনি ২০২০ সালে ভোটার কার্ড সংশোধন করে থাকেন অথবা নতুন ভোটার কার্ডের জন্য এপ্লাই করে থাকেন তাহলে আপনি এখনও যদি কার্ড না পেয়ে থাকেন আপনি আপনার এলাকার বি এল ওর সঙ্গে যোগাযোগ করুন। তো বন্ধুরা যাদের পুরাতন ভোটার কার্ড রয়েছে তারা যদি সেই পুরাতন ভোটার কার্ড ডিজিটাল ভোটার কার্ডের রূপান্তর করতে চান তাহলে অনলাইনে একটা ফর্ম ফিলাপ করতে হবে। আপনারা যখন ভোটার কার্ডের অনলাইন কাজ করেছিলেন তখন আপনার একটা মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে একটা আইডি তৈরি করেছিলেন সেই আইডি দিয়ে এবং পাসওয়ার্ড টি দিয়ে এখন লগইন করবেন এবং ফ্রম অপশনে গিয়ে 001 অনলাইনে সাবমিট করলেই আপনি আপনার পুরাতন ভোটার কার্ড এর পরিবর্তে একটা ডিজিটাল ভোটার কার্ড পেয়ে যাবেন। তাছাড়া অনলাইন থেকে আপনি কিভাবে ভোটার কার্ডটি নেবেন তার দুই রকম প্রসেস আছে ,যেমন বি এল ওর   মারফত এবং ইন্ডিয়া পোস্ট এর মারফতে যদি আপনি বি এল ওর প্রতি নিতে চান তাহলে বি এল ওর  কে সিলেক্ট করবেন এবং যদি ইন্ডিয়া পোস্ট নিতে চান তাহলে ইন্ডিয়া পোস্ট সিলেক্ট করবেন . তো আপনারা আপনাদের রেফারেন্স নাম্বার দিয়ে মাঝেমধ্যে চেক করবেন যে আপনাদের ভোটার কার্ড কারেকশন হয়েছে কিনা। কারেকশন হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ভোটার কার্ড নিশ্চিত হয়ে যাচ্ছেন। তো আপনাদের সব সময় মাথায় রাখতে হবে যে আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে ভোটার কার্ডের এনএসপি পোর্টালে আইডি-পাসওয়ার্ড বানিয়েছিলেন সেটা হারালে চলবে না  . যদি আপনি হারিয়ে ফেলেন তো সেটা আপনার জন্য বিপদজনক। আমাদের  দেওয়া তথ্য যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন।

তাছাড়া বন্ধুরা অনলাইনে কিভাবে ভোটার কার্ড ডিজিটাল এর জন্য ফরম ফিলাপ করতে হয় সেটা জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নিচে লিংক দেয়া হল। তাছাড়া আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিক্যাল আপডেট জানার জন্য। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সরকারি ও টেকনিক্যাল আপডেট সব সময় দিয়ে থাকে।

https://www.youtube.com/watch?v=1gyxVNPDvgE 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ