অল্প সময়ে স্বনির্ভরতার একমাত্র দিক মাশরুম চাষ

অল্প সময়ে স্বনির্ভরতার একমাত্র দিক মাশরুম চাষ

1) অল্প সময়ের মধ্যে সমস্ত রকমের ফসলের থেকে মাশরুম ফসল একটা লাভ দায়ক চাষ।

2) চাষ করার জন্য কমকরে 100 বর্গফুট রুম লাগবে এবং উচ্চতা 6 ফুট হতে হবে, এবং হাওয়া
চলাচলের ব্যবস্থা থাকতে হবে। এবং তাপমাত্রা কমপক্ষে 30°C থেকে 35°C নিচে থাকতে হবে।

3) পরিচর্যার জন্য গড়ে দিনে 30 থেকে 40 মিনিট সময় লাগবে। ফসল উৎপাদন শুরু হবে বীজ বপনের 22 থেকে 25 দিনের পর থেকে এবং দুমাসের মধ্যে মিনিমাম 1.5Kg থেকে সর্বোচ্চ 5Kg কাঁচ মাশরুম হতে পারে।



💐আমাদের ওয়েস্টার মাশরুম চাষের জন্য তিনটি প্যাকেজ আছে যথাক্রমে💐

i) প্রথমত 5300/- টাকা যেখানে আপনি 10 কেজি বীজ পাবেন এবং 100 টি পলিব্যাগ এবং বেবিস্টীন পাউডার।

ii) দ্বিতীয়ত 10600/- টাকা যেখানে আপনি 20 কেজি বীজ পাবেন এবং 200 টি পলিব্যাগ এবং বেবিস্টীন পাউডার।

iii) তৃতীয়ত 15900/- টাকা বা ডিস্ট্রিবিউটারশীপ, যেখানে আপনি 30 কেজি বীজ পাবেন এবং 300 টি পলিব্যাগ এবং বেবিস্টীন পাউডার।

West Bengal Old Age Pension Scheme form apply

🥀 যা সুবিধা পাবেন 🥀
1. পেমেন্ট করার পর আপনি একটি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন লাইফ টাইম এর জন্য। কোন Renewal চার্জ নেই।

2. কোম্পানির ট্রেনার অথবা ট্রেনিংপ্রাপ্ত মেম্বার আপনাকে 400 গ্রাম বীজ দিয়ে আপনার বাড়িতে
প্রশিক্ষণ দিয়ে আসবে। সাথে পলিব্যাগ এবং বেবীস্টীন পাউডারও পাবেন।

3. যেদিন রেজিস্ট্রেশন করবেন সেদিন থেকে 10 থেকে 15 দিনের মাথায় বা তারপরে আপনি 10
কেজি বীজ নিয়ে চাষ শুরু করতে পারবেন।

4. আপনার কাছ থেকে ড্রাই মাশরুম (Dry Mushroom) বা শুকনাে মাশরুম কোম্পানি মিনিমাম 700/- টাকা কেজি দরে কিনে নেবে। এবং সেখান থেকে 10% টাকা কাটা হবে Repurchase এর জন্য, সেই টাকার পরিবর্তে আপনাকে কুপন দিয়ে দেয়া হবে এবং সেই কুপন দিয়ে আপনি যদি পরবর্তী সময়ে কোম্পানিতে
যে কোন প্রােডাককিনতে পারেন বা বীজও কিনতে পারেন। এবং কোম্পানির সাথে যেসব। কোম্পানি টাইপ করা আছে যেমন - Reliance, Tecno, Ray Mond, Indiamart, fastrack, amazon,
Surmsung. Bigbazar, Pantaloons, Future Generali এর কাছে থেকেআপনি সমস্ত রকমের Product কিনতে পারবেন।

5. কিছু পরিমাণ শুকনাে মাশরুম বিক্রয় করার পর, আপনি আবেদন করলে একটি সার্টিফিকেট পাবেন। এবং আপনি যদি সাটিফিকেট দেখিয়ে কোন রাষ্টাত্ব ব্যাংক থেকে লােন পাবেন। এবং লােনের রিমানের ওপর 1% Interest বা এক শতাংশের নীচে সুদের হার, এবং সাবসিটি বা ছারাও সুবিধা আছে।

West Bengal Old Age Pension Scheme form apply

6. পরবর্তী সময়ে বীজ আপনি 300/- টাকা কেজি দরে কিনতে পারবেন।
7. ডেলিভারির পর খারাপ বীজ পেলেন বা চাষ করার পরবর্তী সময়ে বীজ কোন কারনে নষ্ট হয়,
তাহলে কোম্পানি সেই বীজ পরিবর্তন করে দেবে। এবং তার জন্য আপনাকে উপযুক্ত প্রমাণ দিতে
হবে। যেমন, খারাপ বীজ পৌছানাের সাথে সাথে ছবি তুলে পাঠাতে হৰে ৰা চাষ করার পর কোন
কারনে নষ্ট হয়ে গেলে তারপরও ছবি দিতে হবে। এবং সেই বীজ শর্তসাপেক্ষে কোম্পানি পরিবর্তণ
করে দেবে।
8. কোম্পানি বা আমাদের যদি আপনাকে বীজ পৌছে দিতে হয়। তাহলে তার জন্য আপনাকে
ডেলিভারি চার্জ দিতে হবে। ডেলিভারি করা হবে বাস স্টপ থেকে বাস স্টপ বা রেলওয়ে টেশন
থেকে রেলওয়ে স্টেশনে। ডেলিভারি চার্জ লাগবে যথাক্রমে 250/- টাকা থেকে 400/- টাকা পর্যন্ত
হতে পারে।
9. আপনি আমাদের সাথে যুক্ত হলে আমাদের টীম লিডার এর পক্ষ থেকে বেশ কিছু সুবিধা বা
সুযােগ পাবেন। যেমন,
প্রথমত যে খড় কাটা মেশিন গুলাে পাওয়া যায় মার্কেটে সেগুলাে অল্প দামে পাইয়ে দেওয়ার
ব্যবস্থা করে দেয়া হবে।
দ্বিতীয়ত ও লােনের জন্য যে প্রজেক্ট ফাইল হয়, সেটি করতে সাহায্য করা হবে।
তৃতীয়ত > বছরে একবার বাৎসরিক গভারমেন্ট অনুদান পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে যেটির
পরিমাণ কুড়ি হাজার থেকে সর্বোচ্চ আপনার চাষের অনুপাতে আপনাকে দেওয়া হবে বা আপনি পাবেন।
West Bengal Old Age Pension Scheme form apply

খরচ ও
কোম্পানির দেওয়া বীজ, পলিব্যাগ ছাড়াও আপনাকে এখনাে বেশ কিছু উপকরণ লাগবে চাষের জন্য, যেমন
1) 800 মত খড় বা বিচালি বা পােয়াল (150 থেকে 170 কেজি কাঠ খড় বা বিচালি বা পােয়াল) 800/-
2) 5 কেজি মতন চুন * 50/-
3) এক থেকে দেড় কিলাে দড়ি * 150/-
4) মজুর বা শ্রমিক (5* 300) * 1500/-
Total 2500/-
লাও
উপকরণ এবং 10 কেজি বীজ থেকে মােট 100 টি প্যাক তৈরি হবে। কারণ 100 গ্রাম বীজ এবং ৪ অটি
(তিন কিলাে) মত খড় থেকে একটি বেড বা প্যাক হয় এবং প্রত্যেকটা প্যাকেট থেকে দেড় কিলাে ম্যাক্সিমাম
5 কিলাে পর্যন্ত কাঁচা মাশরুম হয়। এবং 1 কেজি কাঁচা মাশরুম থেকে 200 গ্রাম শুকানাে মাশরুম পাওয়া।
যায়।সেই অনুপাতে 100 টি প্যাক থেকে 150 কেজি কাঁচা মাশরুম হবে এবং সেটি শুকিয়ে পাঁচ ভাগের এক
ভাগ। মানে 30 কেজি শুকনাে মাশরুম দাঁড়াবে এবং প্রতি কেজি 700 টাকা দরে মােট আপনি 21000/-
শুকনো মাশরুম বিক্রি করতে পারবেন। দুই মাসে, এবার বিক্রয় মূল্য থেকে খরচ বাদ দিলে কম করে হলেও 12 থেকে 3 হাজার টাকা মতন থাকবে দুই মাসে। যেমন-
100 Mushroom Bed  *1.5Kg =150Kg (কাঁচা মাশরুম) 150 Kg কাঁচা মাশরুম থেকে 30 কেজি শুকনাে মাশরুম
30Kg (শুকনাে মাশরুম) * 700/= 21,000/-

লাভ # 21,000


ভিডিও টি দেখুন 👇
               

📞   7001354140. বিশদে জানার জন্য কল করুন অথবা হোয়াটসঅ্যাপ- এ যোগাযোগ করুন

West Bengal Old Age Pension Scheme form apply 










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ