পশ্চিমবঙ্গে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান

কৃষকের কৃষি কাজে সহায়তার জন্য কৃষি যন্ত্রপাতি (Agricultural Machinery)  কেনার জন্য সরকারি অনুদান প্রকল্প  এই প্রকল্পের অধীনে কৃষক কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে সরকারি 35% – 50% অনুদান পেয়ে থাকে |সরকারি অনুদান প্রকল্পে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে   প্রতিবছরই জুন-জুলাই থেকে অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয়   2020 – 2021 বছরে আবেদন ১৭ ই অগাস্ট থেকে ১ লা সেপটেম্বর  বৈকাল 3.00 টে পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের “মাটির কথা” অফিশিয়াল ওয়েবসাইট থেকে  এছাড়া নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্র থেকে আবেদন করা যাবে।                                   কোন কোন কৃষি প্রকল্পের জন্য আবেদন পত্র গ্রহণ করা হবে

  • কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প ( FSSM )
  • ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প ( OTA – SFI )
  • কৃষি যন্ত্রাদির ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প ( CHC )



প্রকল্প গুলির সংক্ষিপ্ত বিবরণ

কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প / Financial Support Scheme for Farm Mechanization ( FSSM )

যে কোন ব্যক্তি, ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোন কৃষক, সমবায় সংস্থা, যৌথ দায়বদ্ধ গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠীর অধীন ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোন কৃষক এবং কৃষক স্বার্থ গোষ্ঠীর সদস্য এই প্রকল্পের সুযোগ নিতে পারবেন  এছাড়াও তিনি বিগত 5 বছরে কৃষি যন্ত্রপাতি প্রকল্পের কোন সুযোগ নেননি  ট্রাক্টর নিতে ইচ্ছুক কৃষক 2.5 একর এবং পাওয়ার টিলার নিতে ইচ্ছুক কৃষকের 1.5 একর জমির মালিকানা থাকতে হবে  FSSM প্রকল্পের অন্তর্ভুক্ত কৃষি যন্ত্রপাতির তালিকা ও ভর্তুকির পরিমাণ 

এফ এস এস এম প্রকল্পে বিতরিত কৃষি যন্ত্রপাতির তালিকা ও ভর্তুকি

ক্রমিক নং       

কৃষি যন্ত্রের নাম

ভরতুকির পরিমাণ

(১)

ট্রাক্টর ৪০ অশ্বশক্তির বেশি

মোট দামের ৩৫% বা ১,২৫,০০০ টাকার মধ্যে যেটি নিম্নতর

(২)

ট্রাক্টর ২০- ৪০ অশ্বশক্তি যুক্ত

মোট দামের ৩৫% বা ১,০০,০০০ টাকার মধ্যে যেটি নিম্নতর

(৩)

পাওয়ার টিলার ৮ অশ্বশক্তি বা তার বেশী

৬০,০০০ টাকা

(৪)

পাওয়ার রিপার (স্ব-চালিত)

৫০,০০০ টাকা

(৫)

প্যাডি ট্রান্সপ্ল্যান্টার (৪ সারি, স্ব-চালিত)

মোট দামের ৪০% বা ৭৫,০০০ টাকার মধ্যে যেটি নিম্নতর।

(৬)

প্যাডি ট্রান্সপ্ল্যান্টার (৪-৮ সারি, স্ব-চালিত)

মোট দামের ৪০% বা ১,২৫,০০০ টাকার মধ্যে যেটি নিম্নতর

(৭)

জিরো টিলেজ মেশিন (ট্রাক্টর চালিত)

১৫,০০০ টাকা

(৮)

মাল্টি ক্রপ থ্রেশার / প্যাডি থ্রেশার

৪০,০০০ টাকা

(৯)

পাম্প সেট (১.৫-৫ অশ্বশক্তি, বিদ্যুৎ বা ডিজেল চালিত)

১০,০০০ টাকা

(১০)

রোটাভেটর

৩৫,০০০ টাকা

(১১)

পাওয়ার স্প্রেয়ার (১৬ লিটারের বেশী)

১০,০০০ টাকা

(১২)

পটাটো প্ল্যান্টার/ পটাটো ডিগার

৫০,০০০ টাকা

(১৩)

কৃষি যান্ত্রিকীকরণের সাবমিশন প্রকল্পের (SMAM ) অধীনে তালিকাভুক্ত যন্ত্রপাতি

SMAM প্রকল্পের অনুমোদিত ভরতুকি


কৃষি যন্ত্রপাতির তালিকা ও ভর্তুকি




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ