শিশু বিকাশ যোজনার অভিনব উদ্যোগ
রাজ্যের স্কুল পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে করোনা আবহের মধ্যেই ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ নিলো শিশু বিকাশ যোজনা ।এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবার গুলির অভিভাবক-অভিভাবিকাদের আশার আলো দেখানোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান এই প্রকল্পের রাজ্যের দ্বায়িত্বপ্রাপ্ত সংস্থা সাথি এফসিএইচ এর কর্নধার সঞ্জয় দে ।
সাথি এফসিএইচ এর কর্নধার সঞ্জয় দে বলেন মাত্র ২৩০টাকার বিনিময়ে রাজ্যের সমস্ত ব্লকের-সমস্ত প্রান্তের ৫ বছর থেমে ১৬ বছর বয়সি ছাত্র-ছাত্রীরা উপকৃত হবেন ।জানিয়েছেন মাত্র একবার দেওয়া এই টাকার বিনিময়ে পড়ুয়ারা আড়াই লক্ষ টাকার স্বাস্থ্য বীমা,তিন লক্ষ টাকার পারিবারিক জীবন বীমা পাবে । সাথি এফসিএইচ এর কর্নধার সঞ্জয় দে আরো জানিয়েছেন শিশু বিকাশ যোজনা নামের এই অভিনব প্রকল্পের মাধ্যমে তাঁরা ছাত্রীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের ব্যবস্থা করেছেন ।সঞ্জয় বাবু জানিয়েছেন ছাত্রীরা ষষ্ঠ শ্রেণীতে উঠলে ৩০০০ টাকা ,অষ্টম শ্রেণীতে উঠলে ৫০০০ টাকা ,দশম শ্রেণীতে উঠলে সাত হাজার টাকা এবং দ্বাদশ শ্রেণীতে উঠলে ৮০০০ টাকা টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে ।

Shishu Vikash Yojana is a CSR sponsored scheme
launched in 2019. More than 20.75 crores poor and vulnerable child covered
across the country.
Health
2.5 Lakh
Health Insurance.
1665
medical package.
Cashless
& Paperless.
Education
P.A. I.
2.5 Lakh Life P. A. I.
Cover 250,000
Direct transfer to Parent account within 14
day
Our contribution to encourage girls Education
1. Rs 3000 After admission in Class 6
2. Rs 5000 After admission in Class 8
3. Rs 7000 After admission in Class 10
4. Rs 8000 After admission in Class 12
5. 2 Lakh on age of 21 Year of for self
Employment
0 মন্তব্যসমূহ