জনধন অ্যাকাউন্ট হোল্ডার এমন ২০ কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে মোদী সরকার।

দেশজুড়ে চলছে লকডাউন জনধন অ্যাকাউন্ট হোল্ডার এমন ২০ কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে মোদী সরকার
এরই মধ্যে মহিলাদের সাহায্য করতে তাঁদের পাশে এসে দাঁড়াল কেন্দ্রীয় সরকার জনধন অ্যাকাউন্ট হোল্ডার এমন ২০ কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে মোদী সরকার ব্যাঙ্কের খাতায় ৫০০ টাকা করে পাঠিয়েছে মোদী সরকার এই টাকা আগেই দেওয়ার কথা আগে জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার থেকে সেই টাকা সকলের ব্যাঙ্কে পড়তে শুরু করেছে সরকারের তরফ থেকে জানানো হয়েছে, টাকা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে জানানো হয়েছে, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরের ভিত্তিতে এই টাকা জমার তারিখ ঠিক হয়েছে, এরফলে কিছুটা আগে পরে দেশবাসীর কাছে পৌঁছাবে টাকা ব্যাঙ্কে ভিড় কমাতেই এহেন রাস্তা নেওয়া হয়েছে করোনা ভাইরাসের জন্য ইতিমধ্যে দেশ লকডাউন আর এর মধ্যেই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মোদী এজন্য সরকার ইতিমধ্যেই ব্যাঙ্ক হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে এই টাকা আসার প্রথম কিস্তি শুরু হয়েছে মাসেই আগামী আরও মাস এই টাকা দেবে কেন্দ্র


Mission Office Address: Pradhan Mantri Jan Dhan Yojana, Department of Financial Services, Ministry of Finance,
 Room No. 106, 2nd Floor, JeevanDeep Building, Parliament Street,
 New Delhi-110001 Phone: 011-23361571/23748738
 Email: missionfi@nic.in 
 Details jante Click korun.  Click Here.......







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ