স্নেহের পরশ - ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিক দের এককালীন আর্থিক সহায়তা

স্নেহের পরশ - ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিক দের এককালীন আর্থিক সহায়তা দেবার উদ্দ্যেশে পশ্চিমবঙ্গ সরকার একটি প্রকল্প।

এই প্রকল্প নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা -

১) এটি লক ডাউন এর ফলে ভিন রাজ্যে আটকে থাকা এই রাজ্যের শ্রমিক দের জন্য।

২) একটি নম্বর থেকে এক বারই ই আবেদন করা যাবে।

৩) শেষ তারিখ ০৩/০৫/২০২০

৪) যে, যে রাজ্যে আটকে আছেন সেইখান থেকেই মোবাইল অ্যাপ এর মাধ্যমে আবেদন করতে হবে। মনে রাখবেন অ্যাপ দ্বারা আপনার ওই খানের লোকেশন ( LATITUDE AND LONGITUDE) সরকারি ডাটা বেশ এ আপলোড হয়ে পরবর্তীতে নির্দিষ্ট দফতরে চলে যাচ্ছে।

৫) অন্য রাজ্যে আটকে থাকা শ্রমিক এর আবেদন এই রাজ্যে থেকে করলে হবে না।

নিচের এই লিঙ্ক টি ক্লিক করে সরাসরি অ্যাপ বা সফট্ওয়ার টি ডাউনলোড করতে পারেন
Version 1.03 update

 অথবা সরকার নির্দেশিত লিঙ্ক থেকে ডাউনলোড করুন

৬) আবেদন কিভাবে করবেন তা বিশদে জানতে ইউ টিউব এ বিভিন্ন ভিডিও আছে সেখান থেকে দেখে প্রয়োজনে সাহায্য নিতে পারেন।

আরও একবার জানানো হচ্ছে যে যেখানে ভিন রাজ্যে আটকে আছেন সেখান থেকেই আবেদন করুন। এইখান থেকে আবেদন করলে গ্রাহ্য হবে না।










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ