প্রচেষ্টা_প্রকল্পে ফর্ম ফিলাপ চলছে


প্রচেষ্টা_প্রকল্পে ফর্ম ফিলাপ চলছে

সকল গরিব প্রার্থী যারা পরিবারের প্রধান কিন্তু কর্মহীন হয়ে পড়েছেন লক ডাউনে (অবশ্যই ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে)
#জরুরী_বিষয় #ফর্ম_ডাউনলোড_লিঙ্ক_শেষে
#ডকুমেন্টস লাগবে-

1) ব্যাংক পাস বই এর জেরক্স
2) আধার কার্ড এর জেরক্স
3) রেশন কার্ড এর জেরক্স( না থাকলে লাগবেনা)
4)ভোটার কার্ড এর জেরক্স
5) ২ কপি পাস পোর্ট ফটো।

বিডিও অফিসে বা পঞ্চায়েত, কাউন্সিলারদের মাধ্যমে জমা দিন।

#আবেদনের_শেষ_তারিখ - আগামী সোমবার থেকে ১৫ ই মে পর্যন্ত।

পাবেন - 1000 টাকা সাহায্য একবারের জন্য।

#কারা ফর্মটি জমা করবেন না -

১.যারা ২৫ টাকার বই (SSY) করেছেন
২.যারা বেকার ভাতা পান
৩.যারা বৃদ্ধ ভাতা পান
৪.যারা বিধবা ভাতা পান
৫. আরো অনেক ভাতা যারা পান
 পুরোহিত, মাওলানা, গান শিল্পীদের মত আরো অনান্যরা।

#কারা কারা ফিলাপ করবেন -

১. যারা পরিবারের প্রধান কিংবা পরিবারের অর্থ উপার্জনকারী একমাত্র সদস্য কিন্তু লক ডাউনে কর্মহীন।
২. একটা পরিবার একটা আবেদন করতে পারবেন।( যদি ওপরেরগুলো আপনি না পেয়ে থকেন তবেই)

★কারা এবং কিভাবে এই প্রকল্পের সুবিধা অর্থাৎ এককালীন ১০০০ টাকা পেতে পারেন?

১) যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা।
২) যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
৩) যিনি পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকার পেনশন প্রকল্প যেমন- বার্ধক্যভাতা, বিধবাভাতা, অক্ষমতাভাতা ইত্যাদী এবং সামাজিক সুরক্ষা যোজনা ( SSY ) প্রকল্পের সুবিধা পান না।
৪) পরিবারের মধ্যে একজন দরখাস্ত করতে পারবেন। (পরিবার= স্বামী, স্ত্রী ও সন্তানগণ)।
৫) জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট শরাঞ্চলে এস. ডি. ও  এবং গ্রামাঞ্চলে বি. ডি. ও , কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনার যারা দরখাস্ত গ্রহণ করবেন, তারা পরীক্ষা ও যাচাই করবেন - দরখাস্তকারী বা দরখাস্তকারিনী করোনা মহামারীজনিত কারণে লকডাউনের ফলে প্রকৃতপক্ষে কাজ হারিয়েছেন কিনা, তার অন্য কোন আয়ের উৎস যদি না থাকে এবং আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত কিনা ইত্যাদি।
৬) উপরের সমস্ত বিষয়গুলি বিবেচনার পর তারা যদি মনে করেন - দরখাস্তকারী বা দরখাস্তকারিনী আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত তাহলে, তার দরখাস্ত বিবেচিত হবে।
৭) বিবেচিত দরখাস্তগুলি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করবার জন্য রাজ্য সরকারের “প্রচেষ্টা“ প্রকল্পের লিঙ্কে আপলোড করা হবে।
8) সবশেষে নোডাল ডিপার্টমেন্ট হিসাবে শ্রমদপ্তর দরখাস্তকারীদের প্রদত্ত ব্যাঙ্কে ঐ অর্থ সরাসরি পাঠিয়ে দেবে ।

★দরখাস্ত কিভাবে করবেন:
১) আবেদনকারীকে ইংরাজী বা বাংলা যে কোন একটি ভাষায় নির্দিষ্ট ফর্মে দরখাস্ত করতে হবে।
২) নাম, বাবার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স ঠিকভাবে পূরণ করতে হবে।
৩) ভোটার কার্ডের নং, ডিজিটাল রেশন কার্ডের নং এবং আধার কার্ডের নং দিতে হবে।
৪) ঠিকানা ঠিকভাবে পূরণ করতে হবে।
৫) মোবাইল নং দিতে হবে ।
৬) ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের নাম, Account নং এবং IFS কোড সতর্কতার সাথে ঠিকভাবে পূরণ করতে হবে।
৭) দরখাস্তের সাথে ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্কের ক্যান্সেল চেক বা ব্যাঙ্কের Account বই এর প্রথম পাতা যেখানে নাম, Account নং এবং IFS কোড ইত্যাদি আছে- এই চারটি ডকুমেন্টের জেরক্স কপি দিতে হবে।

★PDF ফর্ম ডাউনলোড করুন: https://wb.gov.in/upload/MCLNEWS-200420181145543.pdf

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ