প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা পাওয়া শুরু হতে চলেছে।(PM KSNY)



Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana : 
কেন্দ্রীয় বাজেটে ঘোষিত প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পে , প্রতি কৃষক পরিবারের অ্যাকাউন্টে তিন কিস্তিতে ২০০০ টাকা করো মোট ৬০০০ টাকা  সরকার দেওয়ার কথা কৃষি মন্ত্রক থেকে প্রাপ্ত খবর অনুযায়ী , এই প্রকল্পে তথ্য যাচাই এর কাজ শুরু হয়েছে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত যতজন চাষির তথ্য যাচাই হয়ে যাবে, তাঁদের অ্যাকাউন্টে ২৪ ফেব্রুয়ারি প্রথম কিস্তির টাকা জমা পড়বে এখন ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার (NIC) চাষিদের তথ্য সংগ্রহ যাচাইয়ের কাজ করছে, তাই বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা চলছে



     Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana

২৪ ফেব্রুয়ারি গোরক্ষপুরে প্রধানমন্ত্রী এর কৃষাণ সমাবেশ আছে , সেখানেই প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সরকারি উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী ওই দিন তিনি বোতাম টিপে প্রায় এক কোটি চাষির অ্যাকাউন্টে এক সঙ্গে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেবেন শোনা যাচ্ছে , ভোটার আগেই দু কিস্তির টাকা অর্থাৎ মোট ৪০০০ টাকা প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের আওতায় দেশের ক্ষুদ্র প্রান্তিক চাষিদের অ্যাকাউন্টে ঢুকতে পারে এই প্রকল্পে মোট ১২.৫০ কোটি মানুষ সুবিধে পাবেন 


কারা টাকা পাবেন

এই প্রকল্পে টাকা পেতে হলে হেক্টরের কম জমি থাকতে হবে। প্রকল্প বিশেষ করে ক্ষুদ্র , প্রান্তিক চাষীদের আয় সহায়তা করার জন্য তৈরি। এই প্রকল্পে অনুদানের টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক একাউন্ট পৌঁছে যাবে। প্রকল্পের নিয়ম অনুযায়ী কোন পরিবার এই প্রকল্পের সুবিধে পাবে তা State Government and UT Administration মিলে ঠিক করবেন। এখানে পরিবার বলতে স্বামী , স্ত্রী এবং মাইনর শিশু কে বলা হচ্ছে




কারা বাদ যাবেন : (এক্ষেত্রে নিচের লিস্ট পড়ছেন এবং বেশি ইনকাম ব্যাক্তি )

1.বেশি আয় যুক্ত জমির মালিক কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। যদিও আয়ের উর্দ্ধসীমা কিছু বলা নেই
2.
চাষীর পরিবারের কেউ যদি সাংবিধানিক কোনো পদে , যুক্ত ছিলেন বা আছেন

3.কোনো সরকারি চাকুরীজীবি বা অবসরপ্রাপ্ত চাকুরীজীবি এই প্রকল্পের সুবিধে পাবেন না। তবে পেনশনের পরিমান ১০০০০ হাজার টাকার নাইস হলে পাবেন।
4.মন্ত্রী থেকে পঞ্চায়েত প্রধান কেউ এই প্রকল্পের সুবিধে পাবেন না। রাজ্যসভা, লোকসভা , বিধানসভা , মুনিসিপিলিটি বা পঞ্চায়েত এর কোন মেম্বার এই প্রকল্পের সুবিধে পাবেন না। 5.যে ব্যাক্তি গত বছর ইনকাম ট্যাক্স দিয়েছে , তিনি এই প্রকল্পে থাকতে পারবেন না।
6.কোনো প্রফেশনাল ব্যাক্তি , যেমন : ডক্টর, উকিল, ইঞ্জিনিয়ার এই প্রকল্পের আওতায় থাকবেন না।


কিভাবে এই প্রকল্পে নুতন নাম তুলবেন।

এই প্রকল্পে নাম রেজিস্ট্রেশন না থাকলে , আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়েও আধার নং দিয়া এবং জমির তথ্য দিয়া নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করুন
national emblem






=============================================









একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ