*মাশরুম চাষ প্রশিক্ষণের উপকরণ*

*মাশরুম চাষ প্রশিক্ষণের উপকরণ*

1) খড় / বিচালি (18 থেকে 20 / 22 আঁটি)  *১ থেকে ১.৫ ইঞ্চি করে কাটা।* (ঝেড়ে নিতে হবে / অবশিষ্টাংশ *বাদ দিতে হবে* যেন ধান এবং কুট / আলসে, মানে পাতা অংশ বাদে *কাটি / শক্ত অংশ টি নিন।)*
এবং
*80 থেকে 100gm চুন।*
*10gm বেবিস্টিন পাউডার।*

_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-
*পদ্ধতি = ১*
*প্রথমে ঘরগুলোকে ঠান্ডা জলের ভালো করে ধুয়ে নিতে হবে।* এরপর পরিমাণ মতো  চুন এবং  বেবীস্টিন পাউডার, পরিমাণ মতো জলে মিশিয়ে খড়টা ভিজিয়ে রাখতে হবে *কমপক্ষে 24 ঘন্টা।*

           এরপর জল ঝরিয়ে নিয়ে প্যাক করে নিতে হবে। *প্যাক করার আগে দেখতে হবে হাত দিয়ে চাপ দিলে টপ টপ করে জল পড়ছে কিনা? পড়লে প্যাক করা যাবে না।* জলটি ঝরিয়ে নিয়ে প্যাক করতে হবে। এরপরে ঠান্ডা করে দেখুন হাতে করে চাপ দিলে জল না ঝড়লে প্যাক করে নিতে হবে।*  অথবা, (প্যাক তৈরি করার) বাকি Process এর জন্য সিনিয়র / প্রশিক্ষক / Trainer এর সাথে যোগাযোগ করুন।

~~~~~~~~~~~~~~~~~~~~

*পদ্ধতি = ২*

*প্রথমে ঘরগুলোকে ঠান্ডা জলের ভালো করে ধুয়ে নিতে হবে।* এরপর পরিমাণ মতো  চুন এবং  বেবীস্টিন পাউডার, পরিমাণ মতো জলে মিশিয়ে খড়টা ভিজিয়ে রাখতে হবে। *৫ থেকে ৬  ঘন্টা ভিজিয়ে*, জল ঝড়িয়ে নিন। বা, *জল থেকে তুলে ১০ থেকে ১৫ মিনিট মতো ভাবিয়ে / সিদ্ধ* (ধান সিদ্ধো) করার মতো গরম করে রেখে দিন। *এরপরে ঠান্ডা করে দেখুন হাতে করে চাপ দিলে জল না ঝড়লে প্যাক করে নিতে হবে।*  অথবা, (প্যাক তৈরি করার) বাকি Process এর জন্য সিনিয়র / প্রশিক্ষক / Trainer এর সাথে যোগাযোগ করুন।



আর কোনো সমস্যা থাকলে ফোন করতে পারেন 7001354140 (মনসুর)
Trainer


*খড় শোধনের পদ্ধতি*

👁‍🗨Part - A
1.ঘরের মধ্যে যে পাতা পাতা অংশ থাকে সেটি বাদ দিতে হবে ছেড়ে ফেলে দিতে হবে।
2. ধান যেন না থাকে।
3. ধান যেখানে লেগে থাকে সেটি কে শিষ বলা হয় শেষ অংশটা যেন না থাকে এবং
4. ধানের যে ঘরগুলো হয় ঘরের মাথায় মাটি থেকে মাটি গুলো যেন না থাকে খেয়াল রাখতে হবে।

*এরপর ছোট ছোট টুকরো করে এক থেকে দুই ইঞ্চি করে কেটে নিতে হবে। যত ছোট হবে ততো ভালো হয়।*



 ১. বিঃ দ্রঃ - মনে রাখবেন যখন খড় ঠান্ডা করতে দিচ্ছেন বা প্যাক করার আগে অবস্থায় যেন কোন মাছি না বসে তাহলে সমস্যা হবে।

২. যে কোন প্রকারের সমস্যা; যেমন *ফাঙ্গাস হয়ে যাওয়া, পোকা লাগা* বা কোন রকমের সমস্যা থেকে মুক্তির জন্য আপনি সলিউশন ব্যবহার করতে পারেন। *এস. এম. আর. মাশরুম অ্যান্টি সলিউশন* (SMR Mushroom Anti Solution)


📞   7001354140. বিশদে জানার জন্য কল করুন অথবা হোয়াটসঅ্যাপ- এ যোগাযোগ করুন




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ