দুই পদবি বিভিন্ন কাগজে এন আর সি আতঙ্কে বৃত্তিহুদা গ্রামবাসী (নদিয়া)
নদিয়া জেলার তাঁত শিল্পের চিত্র
নিজস্ব সংবাদ : মহামারির কবলে পড়ে নাকাসিপাড়া থানার দৌগাছিয়া গ্রাম থেকে উঠে এসেছিল চাপড়া থানার বৃত্তিহুদা গ্রামে জলঙ্গী নদীর তীরে একদল জোলা সম্প্রদায়ের মানুষ 1910 সালে। তাঁতে নিজহাতে তৈরী করতো কাপড় তাই কেউ বলতো জোলা (আনসারী) কেউ বলতো কারিকর । তবে কারিকর নামটায় বেশী প্রচলিত ছিল , তাই উঠেএসে পাড়ার নামকরনো করে কারিকর পাড়া ।
বর্তমানে মোদী সরকারের এন আরসি আতঙ্কে ভুগছে এলাকা বাসি এর পাশাপশি কেন্দ্রীয় সরকারের ইলেকশন কমিশনের ভোটার কার্ড ভেরিফিকেশন পক্রিয়া (EVM), কারন কোন কাগজে কারিকর কোন কাগজে আনসারি এ সমস্যা কি করে মেটাবে । এছাড়াও সমস্যা আরো ভয়াবহ হয়েছে অন্য এক কারনে , দেখা যাচ্ছে কোন পরিবারে চার পাঁচ ভাই , বাবা ও নিজের নামের শেষে কেউ লিখেছে কারিকর , কেউ লিখেছে আনসারী , তাই কোন ভাই চাইছে বাবার নাম আনসারী থাক কেউ বা চাইছে কারিকর , মাঝে মধ্যে লেগে যাচ্ছে নিজেদের মধ্যে দ্বন্দ , এত সমস্যার মধ্যেও আর এক সমস্যা বিদ্যমান সেটা হল বানান , বিশেষত কারিকরদের কোন সমস্যা নেয়, আনসারিদের আছে যতসব সমস্যা যেমন (ANSARI , ANSARY , ANCHHARI,ANCHARI ইত্যাদি। তাই এলাকাবাসীর পক্ষ থেকে সরকারে কাছে একান্ত আবেদন দুই পদবী কে এক স্বিকৃতি দেওয়া হোক ।
বানান ভূল হলে ক্ষমাকরবেন ।
নিউজ টা পাঠিয়েছেন
কামরুল কারিকর
তালুকহুদা , চাপড়া , নদীয়া ।
==================ADD===============


Subscribe my youtube channel
SUBSCRIBE MY YOUTUBE CHANNEL.
0 মন্তব্যসমূহ