স্মার্টফোন থেকেই নিয়ন্ত্রণ করা যাবে XIAOMI-র স্মার্ট বাল্ব, চলবে ১১ বছর!
স্মার্ট ইন্ডাকশন কুকার আর স্মার্ট রাইস কুকারের পর এ বার স্মার্ট বাল্ব লঞ্চ করেছে Xiaomi। বুধবার ভারতে লঞ্চ হয়েছে Xiaomi-র Mi LED Smart Bulb। ২৬ এপ্রিল, শুক্রবার থেকে ভারতের বাজারে এই স্মার্ট বাল্বের বিক্রি শুরু হবে।
সংস্থার দাবি, ১ কোটি ৬০ লক্ষ রং সাপোর্ট করবে এই স্মার্ট বাল্ব, চলবে ১১ বছর। স্মার্টফোনের অ্যাপের সাহায্যেই এই স্মার্ট বাল্ব অন বা অফ করা যাবে, বদলানো যাবে আলোর রং। এ ছাড়াও, বাল্বের উজ্জ্বলতাও (ব্রাইটনেস) নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন থেকেই। Xiaomi-র এই স্মার্ট LED বাল্বে রয়েছে Google Assistant আর Amazon Alexa-এর সাপোর্ট। Mi Home অ্যাপ থেকেই এই স্মার্ট LED বাল্ব নিয়ন্ত্রণ করা যাবে। শুধু তাই নয়, অ্যাপের সাহায্যে এই বাল্ব কখন অন বা অফ করবেন— তাও শিডিউল করা যায়।
শুক্রবার Mi.com থেকে Mi স্মার্ট LED বাল্বের বিক্রি শুরু করবে Xiaomi। জানা গিয়েছে, Mi.com থেকে ‘ক্রাউডফান্ডিং’-এর মাধ্যমে স্মার্ট বাল্বের বিক্রি শুরু করবে সংস্থা। আর তখনই এর দাম জানা যাবে।
মাশরুম চাষ শিক্ষিয়ে গড়ে তুলতে পারেন উজ্জ্বলময় ভবিষ্যৎ
ইচ্ছুক ব্যাক্তি যোগাযোগ করতে পারেন- ৭০০১৩৫৪১৪০
0 মন্তব্যসমূহ