Lic -র এই নতুন পলিসিতে পাবেন ৬৫ হাজার টাকা পেনশন

Lic -র এই নতুন পলিসিতে পাবেন ৬৫ হাজার টাকা পেনশন
ভারতীয় জীবন বিমা সংস্থা একাধিক স্কিম নিয়ে এসেছে যার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যত আরও সুরক্ষিত করতে পারবেন ৷ সম্প্রতি জীবন শান্তি প্ল্যান লঞ্চ করেছিল এলআইসি ৷ এর বিশেষত্ব হচ্ছে এই পলিসিতে পেনশন পাবেন পলিসি হোল্ডাররা ৷

৫০বছরের কোনও ব্যক্তি ১০,১৮,০০০ টাকা পলিসিতে ইনভেস্ট করলে মিলবে বার্ষিক ৬৫৬০০ টাকা পেনশন ৷ তবে এর জন্য বেশ কিছু শর্ত রয়েছে ৷ এলআইসি সংস্থার তরফে জানানো হয়েছে জীবন শান্তি যোজনা একটি নন লিঙ্কড প্ল্যান ৷ এই যোজনায় একবার প্রিমিয়াম দিতে হবে ৷ বিমা শুরুর সঙ্গে সঙ্গে আপনি পেনশন নিতে পারেন বা পরে পেনশন নেওয়ারও বিকল্প রয়েছে ৷
এই পলিসি অনলাই বা অফলাইনও কেনা যেতে পারে ৷ এটি একটি সিঙ্গল ডিপোজিট পেনশন প্ল্যান ৷ এই স্কিমে লোনের সুবিধা রয়েছে ৷ ৩ মাস পর আপনি সারেন্ডার করতে পারবেন ৷ ১ থেকে ২০ বছরের মধ্যে যখন পেনশন শুরু করতে পারবেন ৷
৫০ বছর বয়সের কোনও ব্যক্তি ১০,১৮,০০০ টাকা ইনভেস্ট করে তাহলে সঙ্গে সঙ্গে ৬৫৬০০ টাকা বার্ষিক পেনশন পাবেন ৷ আর যদি কেই Deferred অপশন সিলেক্ট করেন তাহলে
১ বছরে পর - ৬৯৩০০ টাকা বার্ষিক
৫ বছর পর - ৯১৮০০ টাকা বার্ষিক
১০ বছর পর - ১২৮৩০০ টাকা বার্ষিক
১৫ বছর পর ১৬৯৫০০ টাকা বার্ষিক
২০ বছর পর ১৯২৩০০ টাকা বার্ষিক


এই পলিসির জন্য আপনার বয়স ৩০ থেকে ৮৫ বছরের মধ্যে হতে হবে ৷












একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ