মনিটর

যে ডিভাইসটি ছাড়া কম্পিউটার কল্পনাই করা যায়না সেটি হচ্ছে মনিটর। মনিটর হচ্ছে ডিসপ্লে ইউনিট। কম্পিউটারের যে সমস্ত কমান্ড দেওয়া এবং তার ফলে যে কাজ হয়, তার ফলাফল সরাসরি মনিটরে দেখা যায়। মনিটর ডিজিট্যাল হতে পারে আবার এ্যানালগ হতে পারে। এটি সাদাকলো হতে পারে আবার রঙীন হতে পারে। তবে আজকাল এ্যানালগ বা সাদাকালো মনিটর খুব একটা দেখা যায়না। প্রযুক্তি গত দিক থেকে মনিটর এলসিডি ও ক্যাথোড-রে টাইপ এ দুধরনের হতে পারে। আকৃতিতে দেওয়াল ঘড়ির মত এবং ওজনে হালকা হওয়া সত্বেও আধুনিক প্রযুক্তির এলসিডি মনিটর অধিক দামের কারণে জনপ্রিয় হতে পারেনি। ১৪ ইঞ্চি, ১৫ ইঞ্চি ১৭ ইঞ্চি ও ২১ ইঞ্চি মনিটর বাজারে পাওয়া যায়। ভিউসনিক, এনইসি, ফিলিপস্, এলজি, গোল্ডষ্টার, হুন্দাই, স্যামসং, হ্রানসন ইত্যাদি খ্যাতনামা মনিটর প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ