কম্পিউটার এর বিভিন্ন অংশ কি কি

কম্পিউটার এর বিভিন্ন অংশ কি কি
কম্পিউটার এর বিভিন্ন অংশ
একটি কম্পিউটার এর মৌলিক অংশ হলো –
সিপিইউ CPU:সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইনপুট ও আউটপুট ডাটা গুলোকে প্রসেসিং করে আউটপুট এ প্রেরণ করে।
মনিটর MONITOR :সিপিইউ মাধ্যমে প্রসেসিং ডাটা কে ডিসপ্লে করে যা আমরা দেখতে পাই।
কীবোর্ড KEYBOARD:কীবোর্ড এর মাধ্যমে লেখালেখি ,ডাটা ইনপুট ও কমান্ড করা যায়.
মাউস MOUSE: এর মাধ্যমে সিপিইউ কে বিভিন্ন কমান্ড করা হয়।
রাম RAM:রাম্দম এক্সেস মেমরি .অস্থায়ী মেমরি ডিভাইস .
রম ROM :রিড অনলি মেমরি .স্থায়ী মেমরি ডিভাইস
ইউএসবি পোর্ট USB PORT:এর মাধ্যমে ইনপুট আউটপুট ডাটা আদান-প্রদান করা হয়।
মাদারবোর্ড MOTHERBOARD: এর মাধ্যমে সিপিইউ ,কীবোর্ড,মাউস,মনিটর,রাম ,রম ,মেমরি কার্ড (হার্ড ডিস্ক ড্রাইভ বা সলিড স্টেট ড্রাইভ )গ্রাফিক্স কার্ড ও বিভিন্ন ইউএসবি পোর্ট গুলোকে সংযুক্ত করে রাখে।
পেন ড্রাইভ PENFRIVE:পেন ড্রাইভ এক ধরনের মেমরি ডিভাইস। যা তথ্য জমা রাখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ