Voter Card Online ; - ভোটার কার্ডে ঠিকানা বদলাবেন? জেনে নিন, অনলাইনে সহজ উপায়!

Voter Card Online: ভোটার কার্ডে ঠিকানা বদলাবেন? জেনে নিন, অনলাইনে সহজ উপায়!

অনলাইনে কীভাবে ঠিকানা পরিবর্তন বা সংশোধন করবেন নাগরিকরা? পাঠকদের জন্য সহজ কিছু পদ্ধতি।



সপ্তদশ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। জারি হয়েছে নির্বাচনী আচরণ বিধিও। বিদায়ী শাসকের কর্ম-ফিরিস্তি ও অন্যদিকে বিরোধীদের জোট-উদ্যোগেই ব্যস্ত দেশের রাজনীতি। এরমধ্যেই ভোটদানে সাধারণ মানুষের সচেতনতা-বৃদ্ধিতে একাধিক পদক্ষেপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে উল্লেখযোগ টোল ফ্রি নম্বর- ১৯৫০ এবং নির্বাচন কমিশনের অ্যাপ। এবারের ভোট যে প্রযুক্তি-নির্ভর, তা জানিয়েছেন কমিশনের আধিকারিকরা। 
অনলাইনে ফর্ম-৬ (Form 6) সংশোধন সম্ভব।

এমনই পরিকল্পনার অংশ অনলাইনে ভোটার কার্ড সংশোধন। অর্থাৎ, চাকরি বা ব্যক্তিগত সূত্রে অন্য শহরে বসবাসকারী ব্যক্তিরা চাইলে অনলাইনেই ভোটার কার্ডের ঠিকানা সংশোধন করতে পারবেন। অনলাইনে ফর্ম-৬ (Form 6) তা করা সম্ভব। এই জন্য https://www.nvsp.in/Forms/Forms/form6- ওয়েব ঠিকানায় পৌঁছতে হবে। নয়া ভোটারদের ক্ষেত্রেও এই সুবিধা রয়েছে। 


অনলাইনে কীভাবে ঠিকানা পরিবর্তন বা সংশোধন করবেন নাগরিকরা? পাঠকদের জন্য সহজ কিছু পদ্ধতি।

১) জাতীয় ভোটার পরিষেবা (National Voter's Service) পোর্টালে গিয়ে অনলাইনে ফর্ম ৬ সংশোধন করা যাবে। প্রথম ভোটার হিসেবেও নিজেকে নথিভুক্ত করাতে পারবেন নাগরিকরা। পাশাপাশি প্রয়োজনে নির্বাচন কেন্দ্রও পরিবর্তন করা সম্ভব। 


২) বয়স ও ঠিকানার প্রমাণ এবং পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। 'আপলোড' সেকশনে ক্লিক করার পর তা আপলোড করা যাবে। তবে মনে রাখবেন, কোনও ফাইলের সাইজ যেন ২ মেগাবাইটের বেশি না হয়। 

৩) বয়সের প্রমাণ হিসেবে, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, দশম শ্রেণির পরীক্ষার ফলাফল, পাসপোর্ট, PAN কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স জমা দেওয়া যাবে। 

৪) ঠিকানার প্রমাণ হিসেবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক/পোস্ট অফিসের পাস বুক, র‌্যাশন কার্ড, আয়কর অ্যাসেসমেন্ট অর্ডার, রেন্ট দলিল, জল/টেলিফোন/বিদ্যুৎ বিল, গ্যাস সংযোগের বিল, ভারতীয় ডাকঘরে থেকে পাঠানো চিঠির প্রমাণপত্র। 

৫) www.nvsp.in-এ গিয়ে 'ন্যাশনাল ভোটার্স' পরিষেবায় ক্লিক করুন 


৬) 'Apply Online for registration of new voter/ due to shifting from AC' (নতুন ভোটারের জন্য অনলাইনে আবেদন বা পুরনো ঠিকানা থেকে স্থান পরিবর্তন)-এ ক্লিক করুন। 


৭) ডান দিকে উপরের ট্যাব থেকে পছন্দের ভাষা বেছে নিন। আপাতত, ৩টি ভাষায় ফর্ম ৬ মিলবে - ইংরেজি, হিন্দি এবং মালয়ালম। 


৮) নির্দেশিকা অনুযায়ী ফর্ম ৬ পূরণ করুন। 

৯) প্রথমেই বিধানসভা/ লোকসভা কেন্দ্র, রাজ্য, জেলার মতো জরুরি ক্ষেত্রে তথ্য জমা দিন। 

১০) প্রথমবারের ভোটার ও ঠিকানা পরিবর্তন অপশনের মধ্যে বেছে নিন। 


১১) পরবর্তীতে নাম, পদবী, বয়স, জন্ম তারিখ, লিঙ্গ- ইত্যাদি তথ্য জমা করুন। 


১২) বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানার তথ্য জমা করতে হবে। 

১৩) ই-মেইল আইডি/ মোবাইল নম্বরের মতো 'অপশনাল' তথ্য জমা করুন। 

১৪) জমা করে তথ্যের ভিত্তিতে স্ক্যান করা কপি জমা দিন।



১৫) তথ্য ভেরিফাই করে সুরক্ষা ভিত্তিক 'ক্যাপচা' (Captcha) ও নম্বর জমা দিন। 


১৬) ভবিষ্যতের জন্য 'রেফারেন্স আইডি' লিখে রাখুন। এর মাধ্যমে আবেদনের স্টেটাসও জানতে পারবেন।


web link- https://www.nvsp.in/

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ