CSC পোটাল হল গভমেন্ট অফ ইন্ডিয়ার অনুমোদিত একটি e-potal. সিএসসি সেন্টার সম্বন্ধে বিস্তারিত আমরা এখানে আলোচনা করব কি কি যোগ্যতা লাগবে বা কি কি ডকুমেন্টস এর আপনার প্রয়োজন হবে সমস্ত বিস্তারিত আলোচনা করব | বর্তমানে যে সমস্ত ইন্টারনেট সার্ভিস গুলো আছে সেগুলো আপনি দোকানে অথবা বাড়িতে বসে কাস্টমারকে দিতে পারবেন যার মাধ্যমে আপনি কিছু কমিশন পাবেন এবং আপনার এলাকার লোকও বাড়ির কাছে সমস্ত সুবিধা গুলো পাবে | ভারতের সমস্ত রাজ্যের ছেলে ও মেয়েরা একই পদ্ধতিতে CSC জন্য আবেদন করতে পারবে | CSC রেজিস্ট্রেশন process সমস্ত রাজ্যে ফ্রিতে প্রদান করা হয় |
1. আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে –
2. আপনার আঠারো বছর বয়স হতে হবে –
3. মাধ্যমিক পাস হতে হবে –
1. আধার কার্ড (আধার কার্ডের সাথে অবশ্যই মোবাইল নাম্বার ও ইমেইল আইডি যোগ থাকতে হবে )
2. ভ্যালিড প্যান কার্ড
3. ব্যাংক একাউন্ট (চেক বুক থাকলে আরো ভালো হয় )
4. এক কপি পাসপোর্ট সাইজ ছবি
5. ভ্যালিড মোবাইল নাম্বার
6. ভ্যালিড ইমেইল আইডি (যে ইমেইল আইডি আপনার আধার কার্ডের সাথে যুক্ত আছে )
7. মাধ্যমিক পাস সার্টিফিকেট
1. আধার কার্ড বোথ সাইড কালার স্ক্যান কপি ( Jpg/Png Between 40kb – 80kb )
2. প্যান কার্ড কালার স্ক্যান কপি ( Jpg/Png Between 30kb – 50kb )
3. পাসপোর্ট ছবি কালার ( Jpg/Png Maximum 10 kb )
4. ক্যানসেল চেক কালার স্ক্যান কপি ( Jpg/Png Between 30kb – 50kb )
5. সেন্টারের ভিতরের ছবি ( Jpg/Png Between 30kb – 50kb )
6. সেন্টারের বাইরের দিকের ছবি ( Jpg/Png Between 30kb – 50kb )
7. মাধ্যমিক পাস সার্টিফিকেট ( Jpg/Png Between 40kb – 80kb )
v
রেজিস্ট্রেশন করার পর কিভাবে আপনি আপনার টেটাসটা কে চেক করবেন এবং রেজিস্ট্রেশন করার কিছুদিন পর আপনি আপনার ইমেইল আইডিতে CSC তরফ থেকে Digimail ID এবং Password পেয়ে যাবেন |
প্রথম আপনি কিভাবে Digimail ওপেন করবেন এবং পাসওয়ার্ডটা কে চেঞ্জ করবেন সেটা সম্বন্ধীয় বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করেছি |
0 মন্তব্যসমূহ