Solving All The Problems of Digital Ration Card in West Bangla
ডিজিটাল রেশন কার্ডের বেশকিছু সমস্যা সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব…
1.ডিজিটাল রেশন কার্ডের নাম ও ঠিকানা সংশোধন কিভাবে করতে হবে |
2.কোন ব্যক্তির ডিজিটাল রেশন কার্ড না পেলে কত নাম্বার ফ্রম ফিলাপ করে জমা দিতে হবে |
3.ডিজিটাল রেশন কার্ড হারিয়ে গেলে বা ছিলে গেলে কিভাবে তা পাওয়া যাবে |
4.বাড়ির বাচ্চাদের নাম কিভাবে সংযোজন করা যাবে |
5.ডিলার চেঞ্জ করতে গেলে কিভাবে আবেদন করতে হয় |
6.আপনার ডিজিটাল রেশন কার্ড তৈরি হয়েছে কি না আপনি অনলাইনে কিভাবে তার স্থিতি চেক করবেন |
কোন সমস্যার জন্য কত নাম্বার ফ্রম ফিলাপ করে জমা দিতে হবে তার বিস্তারিত আমরা নিম্মে আলোচনা করলাম-
( বিঃদ্রঃ- গ্রামের বাসিন্দারা R ফর্ম টি ডাউনলোড করবেন এবং শহরের বাসিন্দারা U ফর্ম টি ডাউনলোড করবেন )
A. From No III ডাউনলোড করুন
আপনার ফ্যামিলির কোন ব্যক্তির যদি রেশন কার্ড না পেয়ে থাকেন তাহলে আপনাকে ফর্ম নাম্বার III ডাউনলোড করতে হবে | ফর্ম ফিলাপ করার পর আপনার বাকি সমস্ত ডকুমেন্টস একসাথে এটাচ করে আপনার কাছাকাছি সংশ্লিষ্ট খাদ্য দপ্তর অফিসে জমা করতে হবে |
B. From No IV ডাউনলোড করুন
আপনার ফ্যামিলির কোন একজন বা দুজন না তিনজন ব্যক্তির যদি কার্ড না পেয়ে থাকে তাহলে আপনাকে IV নম্বর ফর্ম ফিলাপ করতে হবে | এছাড়াও বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বা সদ্যোজাত বাচ্চার ক্ষেত্রে এই IV নাম্বার ফর্ম ফিলাপ করতে হবে |
C. From No V ডাউনলোড করুন
নাম অথবা ঠিকানা যদি রেশন কার্ডে ভুল থাকে তাহলে আপনাকে V নম্বর ফর্ম ফিলাপ করতে হবে |
D. From No VI ডাউনলোড করুন
রেশন ডিলার চেঞ্জ করার জন্য আপনাকে VI নম্বর ফর্ম ফিলাপ করতে হবে |
E. From No VIII ডাউনলোড করুন
রেশন কার্ডের ধরন পরিবর্তন করার জন্য আপনাকে ফর্ম নাম্বার VIII ফিলাপ করে সংশ্লিষ্ট খাদ্য দপ্তর অফিসে জমা করতে হবে |
F. From No IX ডাউনলোড করুন
আপনার রেশন কার্ড টা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে ফর্ম নাম্বার IX ফিলাপ করে কাছাকাছি খাদ্য দপ্তর অফিসে আপনাকে জমা করতে হবে |
খাদ্য দপ্তর এর Official Website Visit করার জন্য এই লিংকে ক্লিক করুন
ডিজিটাল রেশন কার্ড এর বিভিন্ন সমস্যা সম্বন্ধে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে নিচের ভিডিওটা সম্পূর্ণ দেখুন….
আপনার ডিজিটাল রেশন কার্ড তৈরি হয়েছে কি না আপনি অনলাইনে কিভাবে তার স্থিতি চেক করবেন
0 মন্তব্যসমূহ