রোজভ্যালী কলকাতা হাইকোর্টের শুনানি
প্রিয় সাথী ...
কলকাতা হাইকোর্টে রোজভ্যালির মামলাটি অত্যন্ত ভালো ভাবে শুনানি হয়েছে ...রোজভ্যালি ফিল্ড এমপ্লয়ীজ ইউনিয়নের ব্যরিস্টার জয়দীপ কর আমানতকারীদের টাকা ফেরানোর বিষয়ে খুব ভালো বিষয়গুলো আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সামনে তুলে ধরেছেন ...কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে , সেগুলো নিম্নরূপ ...
১} প্রথমত, কেন্দ্রীয় সরকারের আনা একদম নতুন একটি চিটফান্ডের 'অর্ডিন্যান্স' যেটার ধারা 'সেকশন ১২'র উপস্থাপনা করে বুঝিয়ে দেন যে অ্যাসেট ডিসপোজাল কমিটির মাধ্যমে আমানতকারীদের জমা টাকা ফেরতের অধিকার কে অগ্রাধিকার দেওয়া হয়েছে , তাতে অন্য কোনো আইন বাঁধা হয়ে দাড়াবে না ....এতে বিচারপতিদ্বয় সহমত পোষণ করেন ..
২} A D C কে নির্দেশ দিয়েছেন, ইউনাইটেড ব্যাঙ্ক-এ একটি একাউন্ট খুলতে যেটা হাইকোর্ট ব্রাঞ্চ এর অধীনে ..যার মাধ্যমে আমানতকারীদের তাদের প্রাপ্য টাকা ফেরৎ করা যায় ..
৩}আগামী শুনানিতে ১নম্বরে উল্লেখিত বিষয়ের উপর অর্ডার এবং আমানতকারীদের টাকা ফেরতের নির্দেশের উপর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে ....
ধন্যবাদ ..🙏🏻
শ্যামল পুরকায়স্থ
সুভাস প্রামাণিক
( রোজভ্যালি ফিল্ড এমপ্লয়ীজ ইউনিয়ন)











0 মন্তব্যসমূহ